PM Wani Scheme 2024: এবার কেন্দ্রীয় সরকার(মোদি সরকার) দেশবাসীর জন্য বিনামূল্যে WiFi পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছেন। কেন্দ্রীয় সরকারের বিশেষ এই প্রকল্পটির নাম PM WANI Scheme। বর্তমানে ইন্টারনেট আমাদের নিত্যদিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। যাদের বেশি পরিমাণে ইন্টারনেট প্রয়োজন, তারা সাধারণত বেশি অর্থ খরচ করে WiFi কানেকশন ব্যবহার করেন। এই প্রকল্পটি কি এবং কারা,কিভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন তা জেনে নিন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে।
PM Wani Scheme 2024: মোদি সরকার দ্বারা প্রচলিত এই নতুন প্রকল্পটির নাম হল Prime Minister Wi-Fi access interface (PM Wani Scheme)। দেশের সমস্ত মানুষের কাছে Wi-Fi কানেকশন পৌছে দেওয়ার জন্যই এই প্রকল্প চালু করা হয়েছে। সরকার এই প্রকল্পকে ইন্টারনেট বিপ্লব বলে ঘোষণা করেছেন।
PM WANI স্কিমের সুবিধা
এই PM WANI স্কিমের মাধ্যমে দেশজুড়ে Wi-Fi কানেকশনের সংখ্যা বৃদ্ধি করবে ফলে গ্রামীণ এলাকায় ইন্টারনেটের একাধিপত্য বৃদ্ধি করবে।Digital India এর লক্ষ্য অর্জনে সহায়তা করবে। এছাড়াও ছোট ব্যবসায়ীদের জন্য অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি করবে।
আরও পড়ুন:AIIMS New Recruitment 2024: AIIMS-এ নতুন পদে চাকরির নিয়োগ। আবেদন জানান অনলাইনে খুব শীঘ্রই।
PDO (Public Data Office) মাধ্যমে এবং অ্যাপ প্রদানকারীদের PM WANI স্কিমে বিনামূল্যে Wi-Fi পরিষেবা প্রদান করা হবে।
বিনামূল্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই পরিষেবা পাওয়ার জন্য সবার প্রথমে সরল সঞ্চার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং তারপর সার্টিফিকেসনের জন্য আবেদন জানাতে হবে তারপর ওয়াইফাই হটস্পট এর বিবরণ যোগ করে পোর্টাল ও ইউ আর এল যোগ করলেই পাওয়া যাবে এই PM Wani র তরফ থেকে Wi-Fi কানেকশন।