WBJEE Result check Date 2024WBJEE Result check Date 2024

WBJEE Result check Date 2024: যে সমস্ত পরীক্ষার্থী ২০২৪ সালে পশ্চিমবঙ্গ পরীক্ষা দিয়েছে তাদের জন্য রয়েছে খুশির খবর। অবশেষে প্রকাশিত হল কবে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে এবং কোন ওয়েবসাইটে প্রকাশিত হবে। যে সমস্ত পরীক্ষার্থী জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছেন সেই সমস্ত পরীক্ষার্থীসহ তাদের অভিভাবকরা দীর্ঘ অপেক্ষা করছেন জয়েন্ট এন্ট্রান্স Rank Card-এর। এই বিষয়ে দীর্ঘ জানতে এই প্রতিবেদনটি পড়ুন।

WBJEE Result check Date 2024
২০২৪ সালের ২৮ শে এপ্রিল রবিবার পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল এবং তার পর থেকেই পরীক্ষা্থী প্রার্থী এবং তাদের অভিভাবক সহ সকলেই অপেক্ষা করছে রেজাল্টের জন্য। সম্প্রতিWBJEE অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা গিয়েছে আগামী ২ই জুন রবিবার ২০২৪ এ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল বিকেল চারটে নাগাদ প্রকাশিত হবে।

আরও পড়ুন:Medhashree Prokolpo 2024: রাজ্যের পড়ুয়াদের প্রতিমাসে ৮০০ টাকার বৃত্তি প্রদান সরকারের, আবেদন করুন এই প্রকল্পতে।

রেজাল্ট দেখার জন্য অর্থাৎ র‍্যাংক কার্ড পাওয়ার জন্য আপনাদের WBJEE এর অফিশিয়াল ওয়েবসাইট(https://wbjeeb.nic.in/WBJEE/ )-এ গিয়ে সেখানে রেজাল্টও এডমিশন ওয়েবসাইটে চলে যেতে হবে তারপরে অ্যাপ্লিকেশন নাম্বার পাসওয়ার্ড সমস্ত দিয়ে লগইন করার পরে রেজাল্ট সেকশনে আপনাদের র্্যাঙ্ক কার্ডটি পাবেন। তারপর আপনাদের এই র‍্যাঙ্ক কার্ডটি ডাউনলোড করে নিতে হবে।

WBJEE Result check Date 2024
WBJEE এর রেজাল্ট প্রকাশে পর পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক প্রার্থীরা তাদের পছন্দমতো ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, আর্কিটেকচারে সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তির সুযোগ পাবে।

By Mamuni dey sarkar

নমস্কার আমি মামুনি দে সরকার। আমি এই ওয়েবসাইটে একজন লেখক হিসেবে কাজ করছি। আমার কনটেন্ট রাইটিং এর ওপর তিন বছরের অভিজ্ঞতা রয়েছে।আমি বিভিন্ন সরকারি চাকরি, প্রকল্প, স্কলারশিপ, পোস্ট অফিসের স্কিম সহ আরো বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লিখে থাকি। আমি আমার কনটেন্ট রাইটিং এ মাধ্যমে আমার মধ্যে থাকা সমস্ত তথ্য আপনাদের সাথেও ভাগ করে নিতে চাই। mamunideysarkar479@kajerbart

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গ্রীস্মের এই প্রখর দাবদাহে শরীরকে ঠান্ডা ও সুস্থ রাখুন এই ৬টি ফলের রস দ্বারা। ঝামেলা ছাড়াই সহজেই তৈরি করুন টক- ঝাল – মিষ্টি এই আমসত্ত্ব, হার মানাবে বাজারের তৈরি আমসত্ত্বকেও। গ্রীষ্মের প্রখর দাবদাহে কী কী করনীয়? জেনেনিন চিকিৎসকের পরামর্শ। ‘সুপারফুড’ সজনে পাতা প্রতিদিন রাখুন পাতে এবং তারপর দেখুন ম্যাজিক।