PM Mandhan Yojana 2024: সাধারণ জনগণের কথা চিন্তা করে কেন্দ্রীয় সরকারই হোক অথবা রাজ্য সরকার প্রত্যেকে নিয়ে এসেছে একের পর এক অভিনব প্রকল্প। এমনই আরেকটি অভিনব প্রকল্প নিয়ে হাজির হয়েছে কেন্দ্রীয় সরকার। এই অভিনব প্রকল্পের মাধ্যমে মাত্র একটি কার্ড থাকলে আপনারা পেয়ে যাবেন প্রতি মাসে ৩০০০ টাকা। তাহলে কি সেই প্রকল্প, অথবা কারাই আবেদন জানাতে পারবে সেই সমস্ত বিষয়ে বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে।
PM Mandhan Yojana 2024
সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে প্রকল্পটি কথা আলোচনা করা হচ্ছে সেটি হল প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা (PM Mandhan Yojana)। এসে প্রান্তিক লাইনের কৃষকদের সামাজিক নিরাপত্তা দান এবং বার্ধক্য সুরক্ষা প্রদানের জন্যই কেন্দ্রীয় সরকারের এই নতুন অভিনব প্রকল্প।
প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা (PM Mandhan Yojana) আবেদন জানানোর জন্য আবেদনকারী কৃষকের বয়স ৪০-৬০ এরমধ্যে হতে হবে তবে এই প্রকল্পের সুবিধা পাবে ৬০ বছরের উর্ধ্বে কৃষকেরা।
প্রধানমন্ত্রী ঘোষিত এই নতুন PM Mandhan Yojana প্রকল্পের অধীনে কৃষকেরা প্রতিমাসে ৩০০০ টাকা করে পাবে এছাড়াও যদি কৃষকের কোন কারনে অকাল মৃত্যু হয় তাহলে তার বিধবা স্ত্রী কৃষকের পেনশনের ৫০ শতাংশ পাবে।
ইতিমধ্যেই এই প্রকল্পতে ১৯,৪৭,৫৪৪ জন কৃষক তাদের নাম রেজিস্টার করিয়ে ফেলেছে। কৃষক এখনো তাদের নাম এই প্রকল্পের অধীনে লেখান নি তাদের খুব শীঘ্রই এই প্রকল্পের নাম রেজিস্টার করিয়ে নেওয়ার জন্য গ্রাম পঞ্চায়েতের অফিস থেকে অনলাইনে ফরম ফিলাপ করে সেটিকে সাবমিট করতে হবে। এরপরে আবেদনকারী কৃষকদের গ্রাম পঞ্চায়েতের অফিস থেকে একটি সাবস্ক্রিপশনের টাকা দেওয়া হবে এবং তারপরে অটো ডেবি ট পেমেন্ট ফরম প্রিন্ট আউট করে দেওয়া হবে যার সাহায্যে আপনারা টাকা উইথড্র করতে পারবেন।