BSF group -B Recruitment 2024: রাজ্যের সমস্ত আগ্রহী চাকরিপ্রার্থী যারা দীর্ঘদিন ধরে কোন ভাল চাকরির অপেক্ষা করছিলেন তাদের জন্য রয়েছে বিশেষ সুযোগ। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে গ্রুপ বি ইন্সপেক্টর (group -B Inspector)পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যে প্রতিটি জেলা থেকে সকল প্রার্থী এই পদের জন্য আবেদন জানাতে পারবে। তাহলে আর দেরি না করে গ্রুপ বি ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগের বিষয়ে বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে।
কোন সংস্থার তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে?
ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
কোন পদে প্রার্থী নিযুক্ত করা হবে?
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে সম্প্রতি কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে উল্লেখিত রয়েছে group -B লেভেলের Inspector পদে কর্মী নিয়োগ করা হবে।
আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি হওয়া প্রয়োজন?
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে প্রকাশিত group -B লেভেলের Inspector পদে কর্মী নিয়োগের জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থীদের যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটির থেকে ন্যূনতম ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে তাহলে সেই প্রার্থী পদে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে শুধু তাই নয় এর পাশাপাশি আবেদনকারী প্রার্থীকে উক্ত ও কাজের পূর্ব অভিজ্ঞতাও থাকা আবশ্যক।
আরও পড়ুন:PNB Recruitment 2024: PNB ব্যাংকে ঘরে বসে চাকরির সুযোগ পান ২৫হাজার টাকা আবেদন করুন শীঘ্রই।
প্রার্থীর বয়সসীমা কত হওয়া আবশ্যক?
আগ্রহী আবেদনকারী প্রার্থী যারা গ্রুপ বি লেভেলের ইন্সপেক্টর পদে আবেদন জানাতে চান তাদের বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
পদে নিযুক্ত হওয়ার পর প্রার্থীর মাসিক বেতন কত হবে?
group -B লেভেলের Inspector পদে নিয়োগের পর কর্মরত অবস্থায় প্রার্থীদের মাসিক বেতন শুরু হবে ৪৪,৯০০- ১,৪২,০০ টাকা পর্যন্ত।
কিভাবে আবেদন জানাবেন?
আগ্রহী আবেদনকারী প্রার্থী যারা group -B লেভেলের Inspector পদে জানাতে চান অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে রেজিস্ট্রেশন করে নিয়ে তারপর নিজের সমস্ত বৈধ তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করে সেটিকে সাবমিট করে অনলাইন ফরম ফিলাপ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন জানানোর শেষ তারিখ কবে?
group -B লেভেলের Inspector পদে আবেদন জানানোর জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থীদের আগামী ১৭/০৬/২০২৪ তারিখের মধ্যে অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে।
Official Notification:- Click Here