Today Gold Price 2024: বিশেষজ্ঞদের মারফত জানা যাচ্ছিল সোনার দাম পৌছবে এক লাখ টাকার কাছাকাছি। তবে এরই মধ্যে মার্চ মাসের শেষে সোনার দামে ঘটলো বিরাট পতন। তাও আবার ৯০০০ টাকা কমলো সোনার দাম।
এই বিয়ের মৌসুমে যারা সোনার গয়না বানাতে চাচ্ছেন তবে বা বাজারে সোনার দামের যে পরিস্থিতি তাতে পিছপা হচ্ছে তাহলে আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আজকের বাজারে শুধু সোনা নয় রুপোর দামও কমেছে অনেকটা।
আজকের বাজারে ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ৬৬৪০ টাকা এবং ১০ গ্রাম সোনার দাম ৪৬,৪০০ টাকা।এবং ২৪ ক্যারেটের ১গ্রাম সোনার দাম ৭২৪৪ টাকা এবং১০ গ্রাম সোনার দাম ৭২,৪৪০ টাকা।
২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম ৭,২৪,৪০০ টাকা অর্থাৎ সোনার দাম কমেছে ৯৮০০ টাকা যা সোনার দামে একটি বিশাল পতন।
সোনার দামে নয় পতন ঘটেছে রুপোর দামেও। আজকের বর্তমান বাজারে ১ কেজি উপর দাম ৯২০০ টাকা অর্থাৎ বাজারের উপর দাম কমেছে কেজি প্রতি ৫০০ টাকা।