LIC New Scheme 2024: বর্তমান সময়ে মানুষ অর্থ বিনিয়োগের জন্য সবচেয়ে বেশি ভরসা করে ব্যাংক এবং পোস্ট অফিস। এবং তারপরেই হচ্ছে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ( Life Insurance corporation of India) / LIC। ভারতবর্ষে এটিই হচ্ছে একমাত্র ইন্সুরেন্স কোম্পানি যেখানে টাকা রাখলে সুদ সমেত নিরাপত্তার সাথে টাকা ফেরত পাওয়া যায়। এই লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া সাধারণ জনগণের জন্য বিভিন্ন রকমের স্কিম নিয়ে আসে তার মধ্যে একটি অন্যতম স্কিমের ব্যাপারে আজকে এই প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করব।
Life Insurance corporation of India র তরফ থেকে তৈরি একটি নতুন স্কিম হল ( LIC Aadhar Shila Policy) এলআইসি আঁধার শিলা পলিসি। এই নতুন পলিসিটি শুধুমাত্র মহিলা গ্রাহকদের জন্যই তৈরি করা হয়েছে। এই নতুন এলআইসি আধার শিলা পলিসিতে বিনিয়োগ করলে আপনি সঞ্চয় এবং বীমা কভারেজ উভয়ই পাবেন। যেই ব্যক্তির নামে এই পলিসিটি তৈরি করা হবে সেই গ্রাহক যদি পলিসি চলাকালীন মারা যান তাহলে তার পরিবার আর্থিক সহায়তা পাবে এছাড়াও এই স্কিমের মধ্য থেকে তার পরিবার লোন নিয়ে পারবে।
LIC Aadhar Shila Policy পলিসিটি করার জন্য গ্রাহকের বয়স ৮ বছর থেকে সর্বোচ্চ ৫৫ বছরের মধ্যে হতে হবে। এই পলিসিটি করতে হবে ১০ থেকে ২০ বছরের জন্য। যেই গ্রাহক এই পলিসিটি চালু করবে সে প্রতিমাসে অথবা প্রত্যেক ৩ মাসে আবার ৬ মাস অন্তর অথবা প্রত্যেক বছরে টাকা জমা করতে পারবেন। এই প্রকল্পটি ম্যাচিওর হওয়ার সময় হলো গ্রাহকের ৭০ বছর।
Life Insurance corporation of India র তরফ থেকেLIC Aadhar Shila Policy এই পলিসিতে কোন মহিলা গ্রাহক যদি রোজ ৮৭ টাকা করে রাখে তাহলে এক বছর পর তার মোট অর্থের হবে ৩১,৭৫৫ টাকা। তার কোন ৫৫ বছর বয়সী মহিলা যদি ১৫ বছরের জন্য এই পলিসি করান তাহলে তিনি ১৫বছর পর পেয়ে যাবেন ১১লক্ষ টাকা।