LIC New Scheme 2024LIC New Scheme 2024

LIC New Scheme 2024: বর্তমান সময়ে মানুষ অর্থ বিনিয়োগের জন্য সবচেয়ে বেশি ভরসা করে ব্যাংক এবং পোস্ট অফিস। এবং তারপরেই হচ্ছে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ( Life Insurance corporation of India) / LIC। ভারতবর্ষে এটিই হচ্ছে একমাত্র ইন্সুরেন্স কোম্পানি যেখানে টাকা রাখলে সুদ সমেত নিরাপত্তার সাথে টাকা ফেরত পাওয়া যায়। এই লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া সাধারণ জনগণের জন্য বিভিন্ন রকমের স্কিম নিয়ে আসে তার মধ্যে একটি অন্যতম স্কিমের ব্যাপারে আজকে এই প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করব।

Life Insurance corporation of India র তরফ থেকে তৈরি একটি নতুন স্কিম হল ( LIC Aadhar Shila Policy) এলআইসি আঁধার শিলা পলিসি। এই নতুন পলিসিটি শুধুমাত্র মহিলা গ্রাহকদের জন্যই তৈরি করা হয়েছে। এই নতুন এলআইসি আধার শিলা পলিসিতে বিনিয়োগ করলে আপনি সঞ্চয় এবং বীমা কভারেজ উভয়ই পাবেন। যেই ব্যক্তির নামে এই পলিসিটি তৈরি করা হবে সেই গ্রাহক যদি পলিসি চলাকালীন মারা যান তাহলে তার পরিবার আর্থিক সহায়তা পাবে এছাড়াও এই স্কিমের মধ্য থেকে তার পরিবার লোন নিয়ে পারবে।

আরও পড়ুন:Indian Post Payment Bank Recruitment 2024: লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি পোষ্ট পেমেন্ট ব্যাংকে নিয়োগ; আবেদন জানান শীঘ্রই।

LIC Aadhar Shila Policy পলিসিটি করার জন্য গ্রাহকের বয়স ৮ বছর থেকে সর্বোচ্চ ৫৫ বছরের মধ্যে হতে হবে। এই পলিসিটি করতে হবে ১০ থেকে ২০ বছরের জন্য। যেই গ্রাহক এই পলিসিটি চালু করবে সে প্রতিমাসে অথবা প্রত্যেক ৩ মাসে আবার ৬ মাস অন্তর অথবা প্রত্যেক বছরে টাকা জমা করতে পারবেন। এই প্রকল্পটি ম্যাচিওর হওয়ার সময় হলো গ্রাহকের ৭০ বছর।

Life Insurance corporation of India র তরফ থেকেLIC Aadhar Shila Policy এই পলিসিতে কোন মহিলা গ্রাহক যদি রোজ ৮৭ টাকা করে রাখে তাহলে এক বছর পর তার মোট অর্থের হবে ৩১,৭৫৫ টাকা। তার কোন ৫৫ বছর বয়সী মহিলা যদি ১৫ বছরের জন্য এই পলিসি করান তাহলে তিনি ১৫বছর পর পেয়ে যাবেন ১১লক্ষ টাকা।

By Mamuni dey sarkar

নমস্কার আমি মামুনি দে সরকার। আমি এই ওয়েবসাইটে একজন লেখক হিসেবে কাজ করছি। আমার কনটেন্ট রাইটিং এর ওপর তিন বছরের অভিজ্ঞতা রয়েছে।আমি বিভিন্ন সরকারি চাকরি, প্রকল্প, স্কলারশিপ, পোস্ট অফিসের স্কিম সহ আরো বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লিখে থাকি। আমি আমার কনটেন্ট রাইটিং এ মাধ্যমে আমার মধ্যে থাকা সমস্ত তথ্য আপনাদের সাথেও ভাগ করে নিতে চাই। mamunideysarkar479@kajerbart

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গ্রীস্মের এই প্রখর দাবদাহে শরীরকে ঠান্ডা ও সুস্থ রাখুন এই ৬টি ফলের রস দ্বারা। ঝামেলা ছাড়াই সহজেই তৈরি করুন টক- ঝাল – মিষ্টি এই আমসত্ত্ব, হার মানাবে বাজারের তৈরি আমসত্ত্বকেও। গ্রীষ্মের প্রখর দাবদাহে কী কী করনীয়? জেনেনিন চিকিৎসকের পরামর্শ। ‘সুপারফুড’ সজনে পাতা প্রতিদিন রাখুন পাতে এবং তারপর দেখুন ম্যাজিক।