Indian Post Payment Bank Recruitment 2024:সমস্ত চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দারুণ একটি সুখবর। রাজ্যে যে সমস্ত চাকরিপ্রার্থী দীর্ঘদিন ধরে ভালো কোন চাকরির অপেক্ষায় রয়েছিলেন সেই সব চাকরিপ্রার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো।ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যে নারী ও পুরুষ সকল চাকরিপ্রার্থী এই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন তাহলে আর দেরি না করে এই প্রতিবেদনে আবেদন পদ্ধতি সহ আবেদন যোগ্যতা ও বয়স সীমা সম্পর্কে জেনে নেওয়া যাক।
কোন সংস্থার তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে?
India Post Payment Bank এর তরফ থেকে সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
কোন পদে কর্মী নিয়োগ করা হবে?
সম্প্রতি যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে উল্লেখিত রয়েছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফে একের অধিক পদে কর্মী নিয়োগ করা হবে।
আবেদনের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কি হওয়া প্রয়োজন?
India Post Payment Bank এর অধীনে আবেদন জানানোর জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থীকে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস করে থাকতে হবে তবে যেহেতু একের অধিক পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তিতে তাই প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে তার জন্য অফিসিয়াল নোটিশটি ভালো করে দেখে নিন।
আবেদনকারীর প্রার্থীর বয়স কত হওয়া উচিত?
India Post Payment Bankর অধীনে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে তবেই প্রার্থী এই পদে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে।
কিভাবে আবেদন জানাবেন?
আগ্রহী প্রার্থীরা আবেদন জানানোর জন্য অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তার জন্য প্রার্থীকে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে নিজের সমস্ত তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর ফর্ম ফিলাপ করে সেটিকে সাবমিট করতে হবে। তাহলেই প্রার্থীর আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
কিভাবে নিয়োগ করা হবে প্রার্থীদের?
আবেদনকারী প্রার্থীর একাডেমিক নাম্বার এবং ইন্টারভিউয়ের ওপর বিচার করে কর্মী নিয়োগ করা হবে। প্রার্থীদের কোন রকমে লিখিত পরীক্ষা দিতে হবে না সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।
Official Notification:- Click Here