Govt Balika Samridhi Scheme 2024Govt Balika Samridhi Scheme 2024

Govt Balika Samridhi Scheme 2024: দেশের সাধারণ দরিদ্র পরিবারের অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু হয়েছে একটি নতুন এবং অভিনব প্রকল্প। মহিলাদের আর্থিক সহায়তার জন্য পশ্চিমবঙ্গ সরকার যেমন লক্ষ্মীর ভান্ডার চালু করেছে যার মাধ্যমে সংরক্ষিত শ্রেণীর মহিলারা প্রতি মাসে পান ১২০০ টাকা যা কিনা আগে ছিল ১০০০ টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পান ১০০০টাকা যা আগে ছিল ৫০০ টাকা। ঠিক তেমনই এই প্রকল্পে আবেদন করলে আবেদনকারী মহিলারা প্রতি মাসে পেয়ে যাবেন ১০০০টাকা। দেশে সাধারণ দরিদ্র বেকার যুবতীরা এই প্রকল্পে অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতে আবেদন জানাতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত জানুন আমাদের আজকের এই প্রতিবেদনের মাধ্যমে।


কি এই প্রকল্পটি?


দেশে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন যে প্রকল্পটি চালু হয়েছে তার নাম হল বালিকা সমৃদ্ধি যোজনা বা Balika Samridhi Yojana (BSY)। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলারা যাতে তাদের পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্যই এই আর্থিক অনুদান প্রদান করা হবে।

কারা এই প্রকল্পে আবেদন জানাতে পারবে?


দেশের যে সমস্ত ছাত্রীদের নাম দরিদ্র সীমার নিচে রয়েছে অর্থাৎ BPL এর অন্তর্ভুক্ত সেই সমস্ত ছাত্রীরাই এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন এবং তাদের এই প্রকল্পের মাধ্যমে আর্থিক অনুদান দেওয়া হবে।

অনুদানের পরিমান কত হবে?


বালিকা সমৃদ্ধি যোজনা/ Balika Samridhi Yojana (BSY) য় আবেদন জানানোর পর আবেদনকারী শিক্ষার থেকে বার্ষিক টাকা প্রদান করা হবে। নবম এবং দশম শ্রেণী ছাত্রীকে বার্ষিক ১০০০ টাকা প্রদান করা হবে। তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ৩০০ টাকা, চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ৫০০ টাকা, পঞ্চম শ্রেণী ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ৬০০টাকা, সপ্তম শ্রেণীর ছাত্রীকে ৭০০টাকা এবং অষ্টম শ্রেণীর ছাত্রকে ৮০০ টাকা বার্ষিক প্রদান করা হবে।

আরও পড়ুন:Google Pay Ban 2024: বন্ধ হয়ে যাচ্ছে Google Pay আগামী ৪ঠা জুন থেকে,তাহলে কী করবেন এখন থেকে ! জেনে নিন বিস্তারিত।

আবেদন জানানোর জন্য কি কি প্রয়োজনীয় নথিপত্র দরকার?


বালিকা সমৃদ্ধি যোজনা/ Balika Samridhi Yojana (BSY) য় আবেদন জানানো ওর জন্য আবেদনকারী শিক্ষার্থীদের কিছু প্রয়োজনীয় নথিপত্র থাকা আবশ্যক সেগুলি হল-


১) ছাত্রীর জন্ম সার্টিফিকেট জেরক্স।
২) প্রার্থীর আধার কার্ডের জেরক্স।
৩) ছাত্রীর পরিবারের এবং তার নিজের ভারতীয় নাগরিক হওয়ার শংসাপত্র।
৪) প্রার্থীর পারিবারিক বার্ষিক আয়ের শংসাপত্র।
৫) ছাত্রীর বর্তমান ক্লাসে ভর্তি হবার রশিদ।
৬) BPL সার্টিফিকেট জেরক্স।

কিভাবে আবেদন জানাতে হবে এই প্রকল্পের জন্য?


বালিকা সমৃদ্ধি যোজনা/ Balika Samridhi Yojana আগ্রহী ছাত্রীরা অনলাইন এবং অফলাইন দুইভাবেই আবেদন জানাতে পারবেন।

By Mamuni dey sarkar

নমস্কার আমি মামুনি দে সরকার। আমি এই ওয়েবসাইটে একজন লেখক হিসেবে কাজ করছি। আমার কনটেন্ট রাইটিং এর ওপর তিন বছরের অভিজ্ঞতা রয়েছে।আমি বিভিন্ন সরকারি চাকরি, প্রকল্প, স্কলারশিপ, পোস্ট অফিসের স্কিম সহ আরো বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লিখে থাকি। আমি আমার কনটেন্ট রাইটিং এ মাধ্যমে আমার মধ্যে থাকা সমস্ত তথ্য আপনাদের সাথেও ভাগ করে নিতে চাই। mamunideysarkar479@kajerbart

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গ্রীস্মের এই প্রখর দাবদাহে শরীরকে ঠান্ডা ও সুস্থ রাখুন এই ৬টি ফলের রস দ্বারা। ঝামেলা ছাড়াই সহজেই তৈরি করুন টক- ঝাল – মিষ্টি এই আমসত্ত্ব, হার মানাবে বাজারের তৈরি আমসত্ত্বকেও। গ্রীষ্মের প্রখর দাবদাহে কী কী করনীয়? জেনেনিন চিকিৎসকের পরামর্শ। ‘সুপারফুড’ সজনে পাতা প্রতিদিন রাখুন পাতে এবং তারপর দেখুন ম্যাজিক।