Google Pay Ban 2024: চলতি বছরে কিছুদিন আগেই বন্ধ হয়ে গিয়েছে PTM এরপর থেকে বেশি জনপ্রিয় হয়ে গিয়েছে গুগল পে(Google Pay)।কেন অথবা কবে থেকেই বন্ধ হচ্ছে গুগল পে সমস্ত বিষয়ে বিস্তারিত জানুন আজকের আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে।
কবে থেকে বন্ধ হতে চলেছে Google Pay?
আগামী ৪ঠা জুন থেকে বন্ধ হতে চলেছে জনপ্রিয় Google Pay। এরপর থেকে এই ইউপিআই এর মাধ্যমে আর কোনো লেনদেন করতে পারবেন না গ্রাহকরা।
google Pay কেন হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে?
google Pay ব্যবহারকারী ১৮০ টি দেশে গুগল ওয়ালেট নামক একটি নতুন অ্যাপ চালু হবে তার জন্যই google পেয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। গুগলের মূল উদ্দেশ্য হলো গুগল পের মতোই google ওয়ালেটেরও জনপ্রিয়তা বহুল পরিমাণে বৃদ্ধি করা তাই গুগলের এই বরফ পদক্ষেপ গ্রহণ।
কোথায় কোথায় বন্ধ হবে এই Google Pay?
গুগলের থেকে প্রকাশিত সম্প্রতি একটি বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে আমেরিকা সহ ১৮০ টি দেশে Google Pay বন্ধ হয়ে যাবে।
কোথায় কোথায় পাওয়া যাবে এই google পরিষেবা?
ভারত ও সিঙ্গাপুর এর মতো দেশগুলিতে google পে এর পরিষেবা পাওয়া যাবে তবে দীর্ঘ ও কতদিন এই পরিষেবা পাওয়া যাবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে।