Google Pay Ban 2024Google Pay Ban 2024

Google Pay Ban 2024: চলতি বছরে কিছুদিন আগেই বন্ধ হয়ে গিয়েছে PTM এরপর থেকে বেশি জনপ্রিয় হয়ে গিয়েছে গুগল পে(Google Pay)।কেন অথবা কবে থেকেই বন্ধ হচ্ছে গুগল পে সমস্ত বিষয়ে বিস্তারিত জানুন আজকের আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে।

কবে থেকে বন্ধ হতে চলেছে Google Pay?


আগামী ৪ঠা জুন থেকে বন্ধ হতে চলেছে জনপ্রিয় Google Pay। এরপর থেকে এই ইউপিআই এর মাধ্যমে আর কোনো লেনদেন করতে পারবেন না গ্রাহকরা।

google Pay কেন হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে?


google Pay ব্যবহারকারী ১৮০ টি দেশে গুগল ওয়ালেট নামক একটি নতুন অ্যাপ চালু হবে তার জন্যই google পেয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। গুগলের মূল উদ্দেশ্য হলো গুগল পের মতোই google ওয়ালেটেরও জনপ্রিয়তা বহুল পরিমাণে বৃদ্ধি করা তাই গুগলের এই বরফ পদক্ষেপ গ্রহণ।

আরও পড়ুন:PM Modi New Scheme 2024: আর চিন্তা নেই! বাড়ি বানানোর জন্য ৮০হাজার টাকা দিচ্ছে স্বয়ং সরকার! আবেদন করুন আজই

কোথায় কোথায় বন্ধ হবে এই Google Pay?


গুগলের থেকে প্রকাশিত সম্প্রতি একটি বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে আমেরিকা সহ ১৮০ টি দেশে Google Pay বন্ধ হয়ে যাবে।

কোথায় কোথায় পাওয়া যাবে এই google পরিষেবা?


ভারত ও সিঙ্গাপুর এর মতো দেশগুলিতে google পে এর পরিষেবা পাওয়া যাবে তবে দীর্ঘ ও কতদিন এই পরিষেবা পাওয়া যাবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে।

By Mamuni dey sarkar

নমস্কার আমি মামুনি দে সরকার। আমি এই ওয়েবসাইটে একজন লেখক হিসেবে কাজ করছি। আমার কনটেন্ট রাইটিং এর ওপর তিন বছরের অভিজ্ঞতা রয়েছে।আমি বিভিন্ন সরকারি চাকরি, প্রকল্প, স্কলারশিপ, পোস্ট অফিসের স্কিম সহ আরো বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লিখে থাকি। আমি আমার কনটেন্ট রাইটিং এ মাধ্যমে আমার মধ্যে থাকা সমস্ত তথ্য আপনাদের সাথেও ভাগ করে নিতে চাই। mamunideysarkar479@kajerbart

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গ্রীস্মের এই প্রখর দাবদাহে শরীরকে ঠান্ডা ও সুস্থ রাখুন এই ৬টি ফলের রস দ্বারা। ঝামেলা ছাড়াই সহজেই তৈরি করুন টক- ঝাল – মিষ্টি এই আমসত্ত্ব, হার মানাবে বাজারের তৈরি আমসত্ত্বকেও। গ্রীষ্মের প্রখর দাবদাহে কী কী করনীয়? জেনেনিন চিকিৎসকের পরামর্শ। ‘সুপারফুড’ সজনে পাতা প্রতিদিন রাখুন পাতে এবং তারপর দেখুন ম্যাজিক।