WB Group-B Recruitment 2024: রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশেষ সুখবর। BEML এর তরফ থেকে রাজ্যে Group-B পদে নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারী রাজ্যের প্রতিটি জেলা থেকে সকল প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। গ্রুপ বিপদে আবেদন জানানোর জন্য শিক্ষাগত যোগ্যতা মাসিক বেতন বয়সসীমা সহ বিস্তারিত জানুন এই প্রতিবেদনের মাধ্যমে।
কোন সংস্থা তরফ থেকে নিয়োগ করা হবে?
BEML এর তরফ থেকে সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
যে পদে নিয়োগ করা হবে তার নাম?
BEML এর তরফ থেকে সম্প্রতি তে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে উল্লেখিত রয়েছে Group-B লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে।
প্রার্থীর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কি?
WB Group-B Recruitment 2024: Group-B লেভেলের পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত যে কোন বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। তাহলেই সেই প্রার্থী এই পদে আবেদন জানাতে পারবেন।
আবেদনকারী প্রার্থীর বয়সসীমা কত হওয়া আবশ্যক?
আগ্রহী আবেদনকারী প্রার্থী যারা BEML এর তরফ থেকে Group-B লেভেলের পদে আবেদন জানাতে চান তাদের বয়স সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে।
নিয়োগ হওয়ার পর প্রার্থীর মাসিক বেতন কত?
BEML এর তরফ থেকে Group-B লেভেলের পদে নিয়োগ হওয়ার পর কর্মরত অবস্থায় প্রার্থীদের মাসিক বেতন শুরু হবে ২৩,৫০০ টাকা থেকে।
কিভাবে আবেদন জানাবেন?
আগ্রহী আবেদনকারী প্রার্থী যারা আবেদন জানাতে চান তাদের অফলাইনের মাধ্যমে অনায়াসে খুব সহজে আবেদন জানাতে পারবেন তাদের সবার প্রথমে নিজের যাবতীয় বৈধ তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি তৈরি করে নিতে হবে এবং সেখানে নিজের সমস্ত বৈধ তথ্য দিয়ে একটি খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
আবেদন জানানোর শেষতারিখ কবে?
আবেদনকারী প্রার্থী যারা BEML এর তরফ থেকে Group-B লেভেলের পদে আবেদন জানাতে চান তারা আগামী ০৫/০৬/২০২৪ তারিখের মধ্যে অফলাইনে আবেদন জানাতে পারবেন ।
Official Notification:- Click Here