Atal Pension Scheme 2024: ভারতীয় নাগরিকের প্রমাণপত্র হিসেবে এখন অধিক গুরুত্বপূর্ণ হয়েছে আধার কার্ড। সরকারি হোক বা বেসরকারি যেকোনো কাজেই আজকাল খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই আধার কার্ড। এখনই আধার কার্ড থাকলে আপনারা পেয়ে যাবেন কেন্দ্র সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা। ভারতের কেন্দ্র সরকার ভারতের পিছিয়ে পড়া দরিদ্র সাধারণ পরিবারের জন্য বহু প্রকল্প শুরু করেছে তার মধ্যে একটি অন্যতম প্রকল্প হলো অটল পেনশন যোজনা বা Atal Pension Scheme।
Atal Pension Scheme 2024
সাধারণত দেশের সরকারি চাকরিভোগী মানুষেরাই পর সরকারের তরফ থেকে মোটা অংকের পেনশন পেয়ে থাকেন। তবে বেসরকারি চাকরি কর্মীদের তেমন কোনো রকমের সুবিধা নেই। বর্তমানে ভারতের কেন্দ্রীয় সরকার বেসরকারি কর্মচারীদের জন্য একটি দুর্দান্ত প্রকল্প নিয়ে এসেছে। এই প্রকল্পের নাম হল অটল পেনশন যোজনা। প্রতিবেদনের মাধ্যমে প্রত্যেক বেসরকারি উপভোক্তাদের প্রতি মাসে পেনশন দেওয়া হবে।
প্রকল্পের নাম কী?
কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের নাম হলো অটল পেনশন যোজনা বা Atal Pension Scheme।
কারা পাবেন এই প্রকল্পের টাকা?
ভারতীয় নাগরিক যাদের বয়স ১৮ থেকে ৪২ বছরের মধ্যে তারা এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন এবং তার ভারতীয় নাগরিক হওয়ার প্রমাণপত্র অর্থাৎ আধার কার্ড থাকা আবশ্যক।
আবেদনের জন্য কি কি নথিপত্র প্রয়োজন?
Atal Pension Scheme এ আবেদন করার জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থীদের কিছু প্রয়োজনীয় নথিপত্র থাকা আবশ্যক সেগুলি হল-
১) প্রার্থীর আধার কার্ড।
২) ভারতীয় নাগরিক হওয়ার শংসাপত্র।
৩) ব্যাংকের বইয়ের জেরক্স।
Atal Pension কিভাবে এই সুবিধা পাবেন?
Atal Pension Scheme এ আবেদন করার জন্য প্রার্থীকে প্রথমে নিজের ব্যাংক একাউন্ট এর সঙ্গে এই প্রকল্পের লিঙ্ক করাতে হবে। আপনাকে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু টাকা সঞ্চিত রাখতে হবে সেই জমা করার টাকার উপর কেন্দ্রীয় সরকার আপনাকে পেনশন প্রদান করবে।
কিভাবে আবেদন করবেন এই প্রকল্পের জন্য?
Atal Pension Scheme এ আবেদন করার জন্য প্রার্থীকে অনলাইনে এর মাধ্যমে আবেদন জানাতে হবে।