WB New Government Scheme 2024: রাজ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্প চালু করেছেন দেশের সাধারণ জনগণের কল্যাণের উদ্দেশ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী, খাদ্য সাথী, কৃষক বন্ধু, যুবশ্রী সহ আরো একাধিক প্রকল্প চালু রয়েছে রাজ্যে। এই সব প্রকল্পের মাধ্যমে রাজ্যের সাধারণ দরিদ্র মানুষেরা বিভিন্ন রকমের আর্থিক সুযোগ-সুবিধা লাভ করে থাকেন।
WB New Government Scheme 2024
বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা প্রচারিত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত সাধারণ শ্রেণীর মহিলারা প্রতিমাসে ১০০০টাকা এবং সংরক্ষিত শ্রেণীর মহিলারা প্রতি মাসে ১২০০ টাকা করে পাচ্ছে। শুধু মহিলাদের জন্যই নয় রাজ্যের সমস্ত বেকার যুবকদের জন্যও রাজ্যের নতুন একটি প্রকল্প হলো যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কর্মহীন যুবকেরা প্রতিমাসে ২৫০০ টাকা করে আর্থিক সহায়তা পেয়ে থাকে।
আবেদনকরার জন্য আবেদনকারীর প্রয়োজনীয় যোগ্যতা কি?
রাজ্য সরকারের এই যুবশ্রী (Yuvasree) প্রকল্পের আবেদন করতে হলে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই কর্মহীন এবং রাজ্যের যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে। এছাড়াও পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদনকরার জন্য কি কি প্রয়োজনীয় নথিপত্র দরকার?
রাজ্য সরকারের এই যুবশ্রী (Yuvasree) প্রকল্পের আবেদন করতে হলে আবেদনকারী প্রার্থীর কিছু প্রয়োজনীয় নথিপত্র থাকা আবশ্যক সেগুলি হল-
১) আবেদনকারী প্রার্থীর আধার কার্ড এবং ভোটার কার্ড।
২) প্রার্থীর মাধ্যমিকের এডমিট কার্ড।
৩) আবেদনকারী প্রার্থীর মাধ্যমিকের মার্কশিট।
৪) কাস্ট সার্টিফিকেট।
৫) ব্যাংকের বই জেরক্স।
৬) আবেদনকারী প্রার্থীর পাসপোর্ট সাইজের রঙিন ফটো।
যুবশ্রী প্রকল্পে কিভাবে আবেদন জানাবেন ?
রাজ্যের বেকার যুবকেরা যারা যুবশ্রী (Yuvasree)প্রকল্পে আবেদন জানাবেন তাদের প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে প্রথমে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে হবে তারপরে আবেদন সম্পূর্ণ ফিলাপ করে সেটিকে সাবমিট করতে হবে তাহলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।