RPF Constable Requirements 2024: আপনিও যদি হতে চান একজন আরপিএফ কনস্টেবল(RPF Constable) বা রেলওয়ে পুলিশ ফোর্সের অধীনে চাকরি করার জন্য আগ্রহী হয়ে থাকে তবে জানেন না বিস্তারিত তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্যই। এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা বিস্তারিত জানবেন কি করে একজন আরপিএফ কনস্টেবল হয়ে ওঠা যায় অর্থাৎ আরপিএফ কনস্টেবল হয়ে ওঠার জন্য কি কি যোগ্যতা থাকা আবশ্যক।
RPF Constable Requirements 2024
নিয়োগকারী সংস্থা- Central Recruitment Committee র তরফ থেকে RPF Constable পদে কর্মী নিয়োগ করা হয়ে থাকে।
শিক্ষাগত যোগ্যতা- RPF Constable পদে আবেদন জানানোর জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থীদের যেকোনো স্বীকৃত বোর্ড বা সংস্থা থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে। তাহলেই হবে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে।
বয়স সীমা-Central Recruitment Committee র তরফ থেকে RPF Constable পদে আবেদন জানানোর জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে, এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর আবেদনকারী প্রার্থীদের জন্য বয়সে এর ক্ষেত্রে ছাড় রয়েছে।
মাসিক বেতন- RPF Constable পদে আবেদনকারী প্রার্থীদের পদে নিয়োগের পর কর্মরত অবস্থায় মাসিক বেতন শুরু হয় ২৯,৯০২ টাকা থেকে ৩৩,২৭০ টাকা পর্যন্ত। তবে চাকরির বয়স বৃদ্ধির সাথে প্রার্থীর বেতনের সীমাও বৃদ্ধি পায়।
দৈহিক যোগ্যতা- আরপিএফ কনস্টেবলে আবেদন জানানোর জন্য আবেদনকারী প্রার্থীদের উচ্চতা যথাক্রমে ১৬৫ সেন্টিমিটার এবং বুকের মাপ ৮০ সেন্টিমিটার হওয়া আবশ্যক।
আবেদন প্রক্রিয়া- আগ্রহী আবেদনকারী প্রার্থী যারা RPF Constable পদে আবেদন জানাবেন তাদের সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে তারপর নিজেদের সমস্ত তথ্য দিয়ে আবেদন ফরমটি ফিলাপ করে সেটিকে সাবমিট করতে হবে তাহলে আবেদনকারী প্রার্থীর আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে ।
নিয়োগ পদ্ধতি- যারা আরপিএফ কনস্টেবল পদে আবেদন জানাবেন তাদের সবার প্রথমে কম্পিউটার বেসড পরীক্ষা দেওয়া হবে এবং তারপর শারীরিক পরীক্ষা করা হবে। তারপর তাদের ফিটনেস পরীক্ষা দেওয়া হবে এবং সবার লাস্টে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।