BSF Recruitment 2024: দেশের যুবক যারা দীর্ঘদিন ধরেBSF পদে আবেদন জানানো জন্য ভাবছিলেন তারা এবার আবেদন জানাতে পারবেন খুব শীঘ্রই। কেন্দ্র সরকারের সেনাবাহিনীর তরফ থেকে বহু শূন্যপদে BSF নিয়োগ করা হবে বলে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। BSF পদে আবেদন জানানোর জন্য প্রার্থী শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সহ বিস্তারিত জানুন এই প্রতিবেদনের মাধ্যমে।
BSF Recruitment 2024
নিয়োগকারী সংস্থা- সম্প্রতি ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎBSF এর তরফ থেকে বহু শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম- BSF এই তরফ থেকে সম্প্রতি যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে উল্লেখিত রয়েছে- craft maintenance engineer, deputy chief engineer assistant, commandent পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ- বর্ডার সিকিউরিটি ফোর্স এর তরফ থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে উল্লেখিত রয়েছে মোট 12 টি শুন্যপদে কর্মী নিয়োগ করা হবে
শিক্ষাগত যোগ্যতা- ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে যেহেতু তিনটি ইঞ্জিনিয়ারিং পোস্টে কর্মী নিয়োগের কথা উল্লেখিত রয়েছে তাই আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম ইঞ্জিনিয়ারিং এর কোর্স পাস করে থাকতে হবে এছাড়াও বিশদে জানতে অফিসিয়াল ওয়েবসাইটটি ভালোভাবে দেখে নিতে পারেন।
BSF Recruitment 2024:
বয়স সীমা- উল্লেখিত বিজ্ঞপ্তিতে যেহেতু একের অধিক পদে নিয়োগের কথা বলা হয়েছে তাই প্রত্যেকটি পদের জন্য বয়সের আলাদা আলাদা রয়েছে তবে আবেদনকারী প্রার্থী সর্বোচ্চ বয়স ৫২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া- আগ্রহী আবেদনকারী প্রার্থী যারা বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎBSF এ আবেদন জানাতে চান তাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তার জন্য অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে সবার প্রথমে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে হবে তারপরে প্রয়োজনীয় নথিপত্র দিয়ে নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করে সেটিকে সাবমিট করতে হবে তাহলেই আবেদনকারীর আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
আবেদনের শেষতারিখ- আগ্রহী আবেদনকারী প্রার্থী যারা এই পদগুলিতে আবেদন জানাতে চান তারা আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।