WB Govt primary school recruitment 2024WB Govt primary school recruitment 2024

WB Govt primary school recruitment 2024: সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশেষ সুখবর । যারা দীর্ঘদিন ধরে কোন ভাল চাকরির অপেক্ষায় রয়েছিলেন তাদের অপেক্ষার অবসান হল। NVS এর তরফ থেকে সম্প্রতি বিরাট শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের সব জেলা থেকে সমস্ত নারী-পুরুষ সমস্ত আবেদনকারী প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। শীঘ্রই অনলাইনে আবেদন জানান এই প্রক্রিয়ায়।

WB Govt primary school recruitment 2024
নিয়োগকারি সংস্থা- NVS এর তরফ থেকে সম্প্রতি বিরাট শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম- যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিতে উল্লেখিত রয়েছে –
১) Female Staff Nurse
২) Junior Translation officer
৩) Stenographer
৪) Assistant Section Officer
৫)Audit Assistant
৬)Legal Assistant
৭) Junior Secretariat Assistant
৮) Junior Secretariat Assistant JNV Cadre
৯) Computer Operetor
১০) Catering Supervisor
১১) Multi Tasking staff
১২) Electrician Cum Plumber
১৩) Lab attendant
১৪) Mess Helper

শিক্ষাগত যোগ্যতা- আগ্রহী আবেদনকারী প্রার্থী যারা এই পদে আবেদন জানাতে চান তাঁদের নির্দিষ্ট যে কোন স্বীকৃত বোর্ড বা সংস্থা থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে তবেই সেইসব প্রার্থী এই পদগুলিতে আবেদন জানাতে হবে।

বয়সসীমা- NVS এ আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বনিম্ন ২১থেকে‌‌ সর্বোচ্চ ৩৫বছরের মধ্যে হতে হবে তবেই সেই প্রার্থীরা এই পদে আবেদন জানানোর জন্য যোগ্য বলে বিবেচিত হবে।

মাসিক বেতন- আবেদনকারী প্রার্থীরা যদি চাকরি পায় তাহলে কর্মরত অবস্থায় তাদের সর্বোচ্চ বেতন হবে ১,১২,৪০০ টাকা।

আরও পড়ুন:RRB Group- D NTPC Vacancy 2024: ১.৫ লক্ষ শূন্যপদে ভারতীয় রেলবিভাগের তরফে কর্মী নিয়োগ।

আবেদন প্রক্রিয়া- নবোদয় বিদ্যালয় সমিতি (NVS)তে কর্মী পদে আবেদনের জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থীদের প্রথমে অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের সম্পূর্ণ যাবতীয় বৈধ ও সক্রিয় তথ্য দিয়ে নির্ভুলভাবে ফরম ফিলাপ করে সেটিকে সাবমিট করতে হবে।

নিয়োগ পদ্ধতি- আবেদনকারী প্রার্থীদের সবার প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং তারপরে কম্পিউটার টাইপিং টেস্ট এবং স্কিল টেস্ট নেওয়া হবে। তারপরে ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।

আবেদনের শেষতারিখ- আগ্রহী আবেদনকারী প্রার্থী যারা এইসব পদে আবেদন জানাতে চান তারা আগামী ১৪/০৫/২০২৪ তারিখের মধ্যে অনলাইনে আবেদন জানাতে পারবেন।

Online notification:– Click Here

By Mamuni dey sarkar

নমস্কার আমি মামুনি দে সরকার। আমি এই ওয়েবসাইটে একজন লেখক হিসেবে কাজ করছি। আমার কনটেন্ট রাইটিং এর ওপর তিন বছরের অভিজ্ঞতা রয়েছে।আমি বিভিন্ন সরকারি চাকরি, প্রকল্প, স্কলারশিপ, পোস্ট অফিসের স্কিম সহ আরো বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লিখে থাকি। আমি আমার কনটেন্ট রাইটিং এ মাধ্যমে আমার মধ্যে থাকা সমস্ত তথ্য আপনাদের সাথেও ভাগ করে নিতে চাই। mamunideysarkar479@kajerbart

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গ্রীস্মের এই প্রখর দাবদাহে শরীরকে ঠান্ডা ও সুস্থ রাখুন এই ৬টি ফলের রস দ্বারা। ঝামেলা ছাড়াই সহজেই তৈরি করুন টক- ঝাল – মিষ্টি এই আমসত্ত্ব, হার মানাবে বাজারের তৈরি আমসত্ত্বকেও। গ্রীষ্মের প্রখর দাবদাহে কী কী করনীয়? জেনেনিন চিকিৎসকের পরামর্শ। ‘সুপারফুড’ সজনে পাতা প্রতিদিন রাখুন পাতে এবং তারপর দেখুন ম্যাজিক।