Forest Department Vacancy 2024: পরিবেশ মন্ত্রকের পক্ষ থেকে উচ্চবেতনে বন বিভাগে কর্মী নিয়োগ, আবেদন জানান এই প্রক্রিয়ায়।Forest Department Vacancy 2024: পরিবেশ মন্ত্রকের পক্ষ থেকে উচ্চবেতনে বন বিভাগে কর্মী নিয়োগ, আবেদন জানান এই প্রক্রিয়ায়।

সমস্ত চাকরি প্রার্থী যারা দীর্ঘদিন ধরে কোন ভালো চাকরির অপেক্ষায় রয়েছিলেন তাদের অপেক্ষার অবসান ঘটালো পরিবেশ মন্ত্রক।সম্প্রতি পরিবেশ মন্ত্রকের পক্ষ থেকে বনবিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী আবেদনকারী প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারেন। তাহলে এই প্রতিবেদনে দেখে নেওয়া যাক আবেদন প্রক্রিয়াসহ বিস্তারিত তথ্য।

নিয়োগকারী সংস্থা- পরিবেশ মন্ত্রকের পক্ষ থেকে বন ও জলবায়ু পরিবর্তন বিভাগের তত্ত্বাবধানে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম- যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে উল্লেখিত রয়েছে মোট তিনটি পদে কর্মী নিয়োগ করা হবে।
১) অ্যাসিস্ট্যান্ট/ assistant
২) সেকশন অফিসার/ section officer
৩) আপার ডিভিশন ক্লার্ক/ upper division clerk

প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদগুলিতে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে তবেই সেই প্রার্থী এই পদে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে।

আরও পড়ুন:WB Axix Bank Recruitment 2024: লিখিত পরীক্ষা ছাড়াই রাজ্যের অ্যাক্সিস ব্যাংকে উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় কর্মী নিয়োগ ।

বয়সসীমা- আবেদনকারী প্রার্থীদের বয়স ৫৬ বছরের নিচে হতে হবে।

Forest Department Vacancy 2024

পরিবেশ মন্ত্রকের পক্ষ থেকে উচ্চবেতনে বন বিভাগে কর্মী নিয়োগ, আবেদন জানান এই প্রক্রিয়ায়।মাসিক বেতন- বিজ্ঞপ্তিতে যেহেতু একের অধিক পদে নিয়োগের কথা বলা হয়েছে তাই পদ অনুযায়ী মাসিক বেতন ও ভিন্ন হবে। তবে সবচেয়ে উচ্চপদে আসীন হওয়ার পর কর্মরত প্রার্থীর মাসিক বেতন শুরু হবে ৪৪,৯০০ টাকা থেকে।

আবেদন পদ্ধতি- আগ্রহী আবেদনকারী প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে তার জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখান থেকে আবেদন ফরমটি বের করে নিয়ে সেটিতে সমস্ত তথ্য দিয়ে নির্ভুলভাবে ফর্মটি ফিলাপ করে সেটিকে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।

আবেদনের শেষতারিখ- আগ্রহী আবেদনকারী প্রার্থী যারা বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদগুলিতে আবেদন জানাতে চান তারা আগামী ১৫ই জুন ২০২৪ তারিখের আগে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

Official Notification:- Click Here

By Mamuni dey sarkar

নমস্কার আমি মামুনি দে সরকার। আমি এই ওয়েবসাইটে একজন লেখক হিসেবে কাজ করছি। আমার কনটেন্ট রাইটিং এর ওপর তিন বছরের অভিজ্ঞতা রয়েছে।আমি বিভিন্ন সরকারি চাকরি, প্রকল্প, স্কলারশিপ, পোস্ট অফিসের স্কিম সহ আরো বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লিখে থাকি। আমি আমার কনটেন্ট রাইটিং এ মাধ্যমে আমার মধ্যে থাকা সমস্ত তথ্য আপনাদের সাথেও ভাগ করে নিতে চাই। mamunideysarkar479@kajerbart

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গ্রীস্মের এই প্রখর দাবদাহে শরীরকে ঠান্ডা ও সুস্থ রাখুন এই ৬টি ফলের রস দ্বারা। ঝামেলা ছাড়াই সহজেই তৈরি করুন টক- ঝাল – মিষ্টি এই আমসত্ত্ব, হার মানাবে বাজারের তৈরি আমসত্ত্বকেও। গ্রীষ্মের প্রখর দাবদাহে কী কী করনীয়? জেনেনিন চিকিৎসকের পরামর্শ। ‘সুপারফুড’ সজনে পাতা প্রতিদিন রাখুন পাতে এবং তারপর দেখুন ম্যাজিক।