WB Axix Bank Recruitment 2024: লিখিত পরীক্ষা ছাড়াই রাজ্যের অ্যাক্সিস ব্যাংকে উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় কর্মী নিয়োগ ।WB Axix Bank Recruitment 2024: লিখিত পরীক্ষা ছাড়াই রাজ্যের অ্যাক্সিস ব্যাংকে উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় কর্মী নিয়োগ ।

রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশেষ খুশির খবর। সম্প্রতি রাজ্যের অ্যাক্সিস ব্যাঙ্ক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জারি করেছে কর্মী নিয়োগ এর কথা। যে সকল আগ্রহী চাকরিপ্রার্থী রাজ্যের ব্যাংকে চাকরি করার জন্য উৎসুক, তাদের জন্য রাজ্যের অ্যাক্সিস ব্যাঙ্ক নিয়ে এলো খুশির খবর। রাজ্যের পুরুষ ও মহিলা উভয় চাকরিপ্রার্থী এই পদে আবেদন জানাতে পারবেন।এই প্রতিবেদনে আবেদন পদ্ধতি সহ বিস্তারিত আলোচনা করা হয়েছে।

নিয়োগকারী সংস্থা- সম্প্রতি রাজ্যের এক্সিস ব্যাংকের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম- সম্প্রতি প্রকাশিত এক্সিস ব্যাংকের বিজ্ঞপ্তিতে যে পদে নিয়োগ করা হবে; পদগুলি হলো-
১) ব্যাংক অফিস এক্সিকিউটিভ অফিসার।
২) কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ অফিসার।
৩) কেওয়াইসি ভেরিফিকেশন অফিসার।
৪) অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার।
৫) ডাটা এন্ট্রি অপারেটর।

শিক্ষাগত যোগ্যতা:- এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীকে যে কোন স্বীকৃত বোর্ড বা সংস্থা থেকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার বিষয়ে বিশেষ দক্ষতা থাকা আবশ্যক।

বয়সসীমা – এই পদগুলিতে আবেদন করার জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে, তবেই সেই প্রার্থী এই পদে আবেদন জানানোর জন্য যোগ্য বলে বিবেচিত হবে।

আরও পড়ুন:Post office Group-C Recruitment 2024: ভারতীয় পোস্ট অফিসে মাধ্যমিক পাশ যোগ্যতাতে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগ।

বেতন- আবেদনকারী প্রার্থীরা চাকরি পাওয়ার পর কর্মরত প্রার্থীর মাসিক বেতন শুরু হবে ১৫,৩০০- ১৮,৫০০ টাকা পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া- এই পদগুলিতে আগ্রহী আবেদনকারী প্রার্থীরা অনলাইন এবং অফলাইন দুইভাবেই আবেদন জানাতে পারবেন।

নির্বাচন পদ্ধতি- এই পদগুলিতে নির্বাচনের জন্য প্রার্থীদের কোনরকম কোন লিখিত পরীক্ষা দিতে হবে না সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। এক্ষেত্রে প্রার্থীদের ইন্টারভিউ এরপর তাদের যোগ্যতার উপর ভিত্তি করে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের পর প্রার্থী নির্বাচন করা হবে।

আবেদনের শেষতারিখ-‌ আগ্রহী আবেদনকারী প্রার্থী যারা রাজ্যের অ্যাক্সিস ব্যাংকে চাকরি করতে চান তারা আগামী ১৫ই মে- ২০২৪ তারিখের মধ্যে অনলাইন অথবা অফলাইনে আবেদন জানাতে পারবেন।

By Mamuni dey sarkar

নমস্কার আমি মামুনি দে সরকার। আমি এই ওয়েবসাইটে একজন লেখক হিসেবে কাজ করছি। আমার কনটেন্ট রাইটিং এর ওপর তিন বছরের অভিজ্ঞতা রয়েছে।আমি বিভিন্ন সরকারি চাকরি, প্রকল্প, স্কলারশিপ, পোস্ট অফিসের স্কিম সহ আরো বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লিখে থাকি। আমি আমার কনটেন্ট রাইটিং এ মাধ্যমে আমার মধ্যে থাকা সমস্ত তথ্য আপনাদের সাথেও ভাগ করে নিতে চাই। mamunideysarkar479@kajerbart

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গ্রীস্মের এই প্রখর দাবদাহে শরীরকে ঠান্ডা ও সুস্থ রাখুন এই ৬টি ফলের রস দ্বারা। ঝামেলা ছাড়াই সহজেই তৈরি করুন টক- ঝাল – মিষ্টি এই আমসত্ত্ব, হার মানাবে বাজারের তৈরি আমসত্ত্বকেও। গ্রীষ্মের প্রখর দাবদাহে কী কী করনীয়? জেনেনিন চিকিৎসকের পরামর্শ। ‘সুপারফুড’ সজনে পাতা প্রতিদিন রাখুন পাতে এবং তারপর দেখুন ম্যাজিক।