WB CSIR new recruitment 2024: রাজ্যের CSIR দপ্তরে শূন্যপদে স্টাইপেন্ড ভিত্তিক কর্মী নিয়োগ, আবেদন জানান এই পদ্ধতিতে।WB CSIR new recruitment 2024: রাজ্যের CSIR দপ্তরে শূন্যপদে স্টাইপেন্ড ভিত্তিক কর্মী নিয়োগ, আবেদন জানান এই পদ্ধতিতে।

রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশেষ সুখবর। রাজ্যের ২৩টি জেলা থেকেই মহিলা ও পুরুষ উভয় চাকরিপ্রার্থী আবেদন জানাতে পারবে এই চাকরির জন্য। সেন্ট্রাল গ্লাস এন্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউশন এর পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী আবেদনকারী প্রার্থীরা এই পদে কিভাবে আবেদন জানাবে, আবেদন জানানোর যোগ্যতা আবেদন পদ্ধতিসহ বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

Employment No- 04/2024

নিয়োগকারী সংস্থা- কলকাতা সেন্ট্রাল গ্লাস এন্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট এর পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

শূন্যপদ- যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে উল্লেখিত রয়েছে মোট ২৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম- বিজ্ঞপ্তিতে উল্লেখিত রয়েছে অফিস এসিস্ট্যান্ট ও মর্ডান অফিস ম্যানেজমেন্ট পদে কর্মী নিয়োজিত করা হবে।

শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থীদের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম স্নাতক পাস হতে হবে। এছাড়াও আবেদনকারী প্রার্থীদের কম্পিউটারের বিষয়ে বেসিক জ্ঞান থাকা আবশ্যক।

বয়সসীমা- প্রকাশিত বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়সসীমা নিয়ে তেমন কিছু উল্লেখ করা হয়নি।

মাসিক স্টাইপেন্ড- পদদুটিতে নিয়োজিত হওয়ার পর কর্মীদের মাসিক ৯০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া- আগ্রহী আবেদনকারী প্রার্থী যারা এই পদে আবেদন জানাতে চান তারা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে সেখানে রেজিস্ট্রেশন সম্পন্ন করে তারপর নিজের যাবতীয় বৈধ তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করে সেটিকে সাবমিট করতে হবে তাহলেই আবেদনকারীর আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

আবেদনের শেষতারিখ-আগ্রহী আবেদনকারী প্রার্থীরা আগামী ১৫ই মে,২০২৪ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন জানাতে পারবেন।

Official Notification:- Click Here

By Mamuni dey sarkar

নমস্কার আমি মামুনি দে সরকার। আমি এই ওয়েবসাইটে একজন লেখক হিসেবে কাজ করছি। আমার কনটেন্ট রাইটিং এর ওপর তিন বছরের অভিজ্ঞতা রয়েছে।আমি বিভিন্ন সরকারি চাকরি, প্রকল্প, স্কলারশিপ, পোস্ট অফিসের স্কিম সহ আরো বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লিখে থাকি। আমি আমার কনটেন্ট রাইটিং এ মাধ্যমে আমার মধ্যে থাকা সমস্ত তথ্য আপনাদের সাথেও ভাগ করে নিতে চাই। mamunideysarkar479@kajerbart

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গ্রীস্মের এই প্রখর দাবদাহে শরীরকে ঠান্ডা ও সুস্থ রাখুন এই ৬টি ফলের রস দ্বারা। ঝামেলা ছাড়াই সহজেই তৈরি করুন টক- ঝাল – মিষ্টি এই আমসত্ত্ব, হার মানাবে বাজারের তৈরি আমসত্ত্বকেও। গ্রীষ্মের প্রখর দাবদাহে কী কী করনীয়? জেনেনিন চিকিৎসকের পরামর্শ। ‘সুপারফুড’ সজনে পাতা প্রতিদিন রাখুন পাতে এবং তারপর দেখুন ম্যাজিক।