1.5 Lakh Vacancies in Indian Railway Department for Madhyamik Pass,1.5 Lakh Vacancies in Indian Railway Department for Madhyamik Pass,

RRB Group- D Recruitment 2024: সম্প্রতি ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে বিরাট শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।সকল চাকরিপ্রার্থী যারা দীর্ঘদিন ধরে রেলের চাকরির অপেক্ষায় রয়েছিলেন তাদের অপেক্ষার অবসান ঘটালো ভারতীয় রেলবিভাগ দপ্তর। রাজ্যের সকল চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। তাহলে আর দেরি না করে এই প্রতিবেদনের মাধ্যমে আবেদন করার জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সহ বিস্তারিত জানুন।


কোন সংস্থার তরফ থেকে নিয়োগ করা হবে?


সম্প্রতি ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ(Indian Railway Recruitment Board/RRB) সংস্থার তরফ থেকে রেলওয়ে পদে কর্মী নিয়োগের ঘোষণা করা হয়েছে।

মোট কতগুলি শূন্যপদে নিয়োগ করা হবে?


সম্প্রতি ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড(Indian Railway Recruitment Board/RRB) সংস্থার তরফ থেকে যে বিজ্ঞপ্তি টি প্রকাশিত হয়েছে সেখানে উল্লেখিত রয়েছে মোট ১.৫ শূন্যপদে রেলওয়েতে কর্মী নিয়োগ করা হবে। ভারতীয় রেলে NTPC paramedical ও নন টেকনিশিয়ান পদে ৫০,০০০ জন; টেকনিশিয়ান পদে ৯১৪৪জন; এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে ৫৬৯৬জন কর্মী নিয়োগ করা হবে।

আরও পড়ুন : Bank of Baroda New Vacancy 2024:৪৬০টি শূন্যপদে পরীক্ষা ছাড়া ব্যাঙ্ক অফ বরোদায় কর্মী নিয়োগের আবেদন জানান শীঘ্রই।

কোন পদে নিয়োগ করা হবে?


সম্প্রতি ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড(Indian Railway Recruitment Board/RRB) সংস্থার তরফ থেকে যে বিজ্ঞপ্তি টি প্রকাশিত হয়েছে সেখানে উল্লেখিত রয়েছে ভারতীয় রেলের Group- D লেভেলের পদে অর্থাৎ ( Group-D এবং Non-technical) পদে কর্মী নিয়োগ করা হবে।

আবেদন জানানোর জন্য প্রার্থী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কী হওয়া আবশ্যক?


সম্প্রতি ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড(Indian Railway Recruitment Board/RRB) সংস্থার তরফ থেকে যেহেতু Group-D লেভেলের পদে আবেদন জানানোর জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থীর ন্যূনতম যোগ্যতা অর্থাৎ নূন্যতম মাধ্যমিক পাশ হলেই যে কোন আগ্রহী আবেদনকারী এই পদে আবেদন জানাতে পারবেন। বিস্তারিত জানার জন্য অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে পড়ুন।

প্রার্থীর বয়স সীমা কত হওয়া প্রয়োজন?


Indian Railway Recruitment Board-র তরফে Group- D লেভেলের পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৪০বছরের মধ্যে হতে হবে তবে সেই প্রার্থী এই পদে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে।‌ এছাড়াও সরকারি নিয়মানুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া রয়েছে।

আরও পড়ুন NVS Recruitment 2024: কেন্দ্রীয় স্কুলে ইন্টারভিউয়ের মাধ্যমে ৭৩৬টি শূন্যপদে শিক্ষক নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি সহ বিস্তারিত।

কিভাবে আবেদন জানাবেন?


যে সমস্ত প্রার্থীরা Indian Railway Recruitment Board-র তরফে এই Group- Dলেভেলের পদে আবেদনের জন্য আগ্রহী তাদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। প্রথমে বৈধ মোবাইল নাম্বার এবং অন্যান্য তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে নিতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর প্রয়োজনীয় সমস্ত নথিপত্র আপলোড করে ফর্ম ফিলাপ করে সেটিকে নির্ভুল ভাবে ফর্ম ফিলাপ করে এবং অ্যাপ্লিকেশন ফি জমা দিয়ে সাবমিট করতে হবে। তাহলেই আবেদনকারীর আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

আবেদনের শেষ সময় তারিখ?


যেহেতু এখনো পর্যন্ত অফিসিয়ালি কোন নোটিফিকেশন প্রকাশিত হয়নি, তাই অনুমান করা হচ্ছে আগামী জুলাই মাসের মধ্যেই এই Group- D লেভেলের পদে আবেদনের অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশিত হবে।

By Mamuni dey sarkar

নমস্কার আমি মামুনি দে সরকার। আমি এই ওয়েবসাইটে একজন লেখক হিসেবে কাজ করছি। আমার কনটেন্ট রাইটিং এর ওপর তিন বছরের অভিজ্ঞতা রয়েছে।আমি বিভিন্ন সরকারি চাকরি, প্রকল্প, স্কলারশিপ, পোস্ট অফিসের স্কিম সহ আরো বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লিখে থাকি। আমি আমার কনটেন্ট রাইটিং এ মাধ্যমে আমার মধ্যে থাকা সমস্ত তথ্য আপনাদের সাথেও ভাগ করে নিতে চাই। mamunideysarkar479@kajerbart

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গ্রীস্মের এই প্রখর দাবদাহে শরীরকে ঠান্ডা ও সুস্থ রাখুন এই ৬টি ফলের রস দ্বারা। ঝামেলা ছাড়াই সহজেই তৈরি করুন টক- ঝাল – মিষ্টি এই আমসত্ত্ব, হার মানাবে বাজারের তৈরি আমসত্ত্বকেও। গ্রীষ্মের প্রখর দাবদাহে কী কী করনীয়? জেনেনিন চিকিৎসকের পরামর্শ। ‘সুপারফুড’ সজনে পাতা প্রতিদিন রাখুন পাতে এবং তারপর দেখুন ম্যাজিক।